নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে এরই মধ্যে মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। শুক্রবার এক ম্যাচের ওই টুর্নামেন্টে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস।
Advertisement
ঠিক ৭ দিনের মাথায় আগামী শুক্রবার শুরু হবে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের প্রিমিয়ার লিগ হবে ৫ ভেন্যুতে। প্রথম দিনই মাঠে নামবে গত মৌসুমে ট্রেবল জেতা বসুন্ধরা কিংস ও তিনটিতেই রানার্সআপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
প্রিমিয়ার লিগে এবার দল ১০টি। বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী, পুলিশ এফসি, ফর্টিস এফসির, রহমতগঞ্জ, ব্রাদার্স, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ংমেন্স খেলবে এই লিগে।
এবার ভেন্যুর তালিকায় যোগ হয়েছে গাজিপুরের শহীদ বরকত স্টেডিয়াম। গত মৌসুমে খেলা হওয়া বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, কুমিল্লা ও মুন্সিগঞ্জেও হবে খেলা। ভেন্যুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে।
Advertisement
একটি ভেন্যুকে দুটি করে ক্লাব হোম হিসেবে নিয়েছে। দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনীর হোমভেন্যু কুমিল্লা, কিংস ও ফার্টিসের হোমভেন্যু কিংস অ্যারেনা, ব্রাদার্স ও রহমতগঞ্জের হোমভেন্যু মুন্সিগঞ্জ, দুই নবাগত ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্সের হোম ভেন্যু গাজীপুর এবং চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোমভেন্যু ময়মনসিংহ।
সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। ৩ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। সপ্তাহে একদিন মঙ্গলবার হবে ফেডারেশনের ম্যাচ।
২৯ নভেম্বর শুক্রবার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জে ব্রাদার্স খেলবে পুলিশের বিপক্ষে, গাজীপুরে ওয়ান্ডারার্স খেলবে মোহামেডানের বিপক্ষে, কিংস অ্যারেনায় স্বাগতিকরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
আরআই/এমএমআর/জিকেএস
Advertisement