ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ১৪টি পদে দুই হাজার ৫২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়অধিদপ্তরের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: যে কোনো স্থান
Advertisement
বয়স: ২৬ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর। ইতঃপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তি বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ইতঃপূর্বের বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-১২ নং পদের জন্য ২২৩ টাকা, ১৩-১৪ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আরও পড়ুন ৪৮১ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৯০ জনের নিয়োগ, ঘরে বসেই আবেদন ১২০ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন ফি ২২৩ টাকাআবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
Advertisement
আবেদনের শেষ সময়: ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৩ নভেম্বর ২০২৪
এমআইএইচ