দেশজুড়ে

৫ আগস্টের স্পিরিট কাজে লাগাতে হবে: শিবির সেক্রেটারি

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো ক্ষেত্রে আর বৈষম্য চাই না। দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে। ৫ আগস্টের স্পিরিট কাজে লাগাতে হবে। রাষ্ট্র যদি জুলুমমুক্ত হয় তাহলে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কিছুটা পরিশোধ হবে। যেখানে অন্যায় হবে আমরা সেখানেই প্রতিবাদ করব।

Advertisement

শনিবার (২৩ নভেম্বর) দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, নবীনবরণ অনুষ্ঠানটি করা হয়েছে একটি মেসেজ দেওয়ার জন্য। আমরা আপনাদের একটা মেসেজ দিতে চাই। আগামীর পথ মসৃণ নাও হতে পারে। আপনাদের মধ্যে একটা বোধশক্তি আছে, বিবেকের এটা দরজা আছে, সেই দরজাটা যখন নক করা হয় তখন সেখানকার মানুষ সচেতন হয়ে ওঠে। যখন তার বিবেকের বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয় তখন সে সামনে অগ্রসর হওয়ার জন্য একটা শক্তি পায়। শিবিরের আয়োজনটা হচ্ছে আপনার সমাজের জন্য, নিজের জন্য যে কাজটা করতে চান সেটি আবার স্মরণ করিয়ে দেওয়া। একটা স্বপ্ন বড় করে দেখার জায়গা করে দেওয়া। আপনি চাইলে ক্যাম্পাসে নিজেকে সবচেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. আফসার আল মাহমুদ, ড. আব্দুস সোবাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম অহিদুল ইসলাম আকীক বক্তব্য রাখেন।

Advertisement

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম