সাহিত্য

চাঁদের আলোয় তোতলামি এবং অন্যান্য কবিতা

চাঁদের আলোয় তোতলামি এবং অন্যান্য কবিতা
চাঁদের আলোয় তোতলামি

ওই যে দূরের পাহাড়, কার্তিকের চাঁদনীল প্রসারিত, সীমাহীন নীলঝরনার আলো, সবুজের ঢেউতোমার চুলের গন্ধ ভাসেউপত্যকায়

Advertisement

চাঁদের আলোয় তোতলামি আসে আমার

****

দুপুর বনাম অন্ধকার

আমি দুপুরের দিকে তাকিয়ে থাকিদেখি তার তেজতার অবহেলা, নিষ্ঠুরতা, ক্রোধ, আমিত্বদেখতে দেখতে হয়ে যায় বিকেলতেজ মাড়িয়ে অন্ধকারআরও গভীর অন্ধকার

Advertisement

আবার যখন অন্ধকারের দিকে তাকাইদেখি তার নীরবতা, অসহায়ত্ব, একাকিত্বতাকিয়ে থাকতে থাকতেহয়ে যায় ভোর, সোনালি আলোওপারেই খোলা বিপুল সম্ভাবনার দুয়ার

****

দোয়েলের ওড়াউড়ি

দোয়েল উড়ছে আগানে বাগানেসুন্দর মনোরম, মোলায়েম শিসদোয়েলের ওজন একটু বেশিইতাই উড়তে কষ্ট হচ্ছে মনে করলেন প্রভু

অবশেষে, ওজন হালকা করতে পালক ছেটে দিলোহারিয়ে গেল ভারসাম্য

Advertisement

দোয়েল তো এখন অসহায়

এসইউ/জিকেএস