বর্তমানে বৈদ্যুতিক বাইক-স্কুটারের চাহিদা অনেক বেশি। তবে বাজেট কম থাকায় অনেকে সেকেন্ড হ্যান্ড বা পুরোনো বাইক-স্কুটার কিনতে চান। তবে সেকেন্ড হ্যান্ড স্কুটার বা বাইক কেনার সময় কিছু বিষয় যাচাই না করলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
Advertisement
চলুন জেনে নেওয়া যাক সেকেন্ড হ্যান্ড স্কুটার বা বাইক কেনার সময় কী কী বিবেচনায় রাখবেন-
ব্যাটারির অবস্থা যাচাই করুনবৈদ্যুতিক স্কুটারের মূল শক্তি হচ্ছে ব্যাটারি। ব্যাটারির ক্ষমতা ও অবস্থা ভালো না হলে স্কুটার চালাতে সমস্যা হবে। ব্যাটারি কত বছর ব্যবহার করা হয়েছে তা জেনে নিন। লিথিয়াম-আয়ন ব্যাটারির সাধারণ আয়ু ৩-৫ বছর। ব্যাটারি ফুল চার্জে কতদূর চলতে পারে তা যাচাই করুন। পরীক্ষা করুন, স্কুটার চালানোর সময় ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয় কি না।
মোটরের কার্যক্ষমতা পরীক্ষা করুনস্কুটারের মোটর ত্রুটিপূর্ণ হলে তা চালানো অসম্ভব। মোটর চালু করলে কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কি না শুনুন। মোটর ঠিকমতো গতি দিচ্ছে কি না যাচাই করুন। স্কুটারের মোটর আগে মেরামত করা হয়েছে কি না জেনে নিন।
Advertisement
স্কুটারের সঙ্গে আসল চার্জার দেওয়া হচ্ছে কি না নিশ্চিত হন। নকল বা অনুপযুক্ত চার্জার ব্যাটারির ক্ষতি করতে পারে। ব্রেক ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করুন। সামনে-পেছনের লাইট, ডিসপ্লে এবং অন্যান্য বৈদ্যুতিক অংশ কাজ করছে কি না নিশ্চিত করুন।
স্কুটারের বাহ্যিক অবস্থাগাড়িতে কোনো বড় ক্ষতি বা ডেন্ট আছে কি না দেখুন। টায়ারের অবস্থা ভালো আছে কি না এবং গ্রিপ ঠিকঠাক আছে কি না পরীক্ষা করুন। ফ্রেমে মরিচা বা ভাঙা অংশ আছে কি না দেখে নিন।
কাগজপত্র যাচাই করুনকাগজপত্র ঠিকঠাক না থাকলে আইনি ঝামেলায় পড়তে পারেন। স্কুটারটি বৈধভাবে কেনা হয়েছে কি না তা যাচাই করুন। যদি প্রয়োজন হয়, স্কুটারের রেজিস্ট্রেশন আছে কি না নিশ্চিত করুন। যদি ওয়ারেন্টি এখনো সক্রিয় থাকে তবে সেটি যাচাই করুন।
মালিকের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ইতিহাসপূর্বের মালিক স্কুটারটি কীভাবে ব্যবহার করেছেন এবং রক্ষণাবেক্ষণ করেছেন তা জেনে নিন। নিয়মিত সার্ভিসিং করা হয়েছে কি না। দুর্ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়েছে কি না।
Advertisement
বর্তমান বাজারে একই মডেলের নতুন ও ব্যবহৃত স্কুটারের দাম জেনে নিন। বিক্রেতা অস্বাভাবিক কম বা বেশি দাম চাইছে কি না যাচাই করুন।
টেস্ট ড্রাইভ করুনসবশেষে স্কুটার কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ করুন। স্কুটার চালানোর সময় কোনো ঝাঁকুনি বা অস্বাভাবিক আচরণ রয়েছে কি না দেখুন। ব্রেক, গতি, এবং স্টিয়ারিং সঠিকভাবে কাজ করছে কি না যাচাই করুন।
আরও পড়ুন
নতুন বাইক আনলো টিভিএস এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইককেএসকে/এমএস