আইন-আদালত

যুবদল নেতা শামীম হত্যা: পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল কারাগারে

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

এদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক নাজমুল জান্নাত শাহ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। তবে মূল নথি না থাকায় এ বিষয়ে শুনানি হয়নি। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মূল নথি সাপেক্ষে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান বিচারক।

আরও পড়ুন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার  তিনদিনের মধ্যে আলুর দাম না কমালে ভোক্তার অফিস ঘেরাও 

এর আগে গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। এরপর বিএনপির মহাসমাবেশে হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

জেএ/কেএসআর/জিকেএস