নংফু স্প্রিং। বাজার মূল্যের হিসাবে চীনের সবচেয়ে বড় প্যাকেজড পানির উৎপাদক। নানা ধরনের সমস্যার মুখোমুখি কোম্পানিটি। এর মধ্যে রয়েছে অনলাইনে বয়কট ক্যাম্পেইন ও বোতলজাত পানির বাজারে মূল্যযুদ্ধ।
Advertisement
গত বছর নংফু স্প্রিং এর শেয়ার দর কমে ২৮ শতাংশ। এর ফলে কোম্পানিটির চেয়ারম্যান ঝং শানশানের সম্পত্তি ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার কমে ৫০ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়েয়েছে। বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেলেও তিনি চীনের ধনীদের তালিকায় টানা চার বছর ধরে শীর্ষে রয়েছেন।
মূলত সমস্যার শুরু চলতি বছরের ফেব্রুয়ারিতে। যখন পানীয় প্রস্তুতকারক হ্যাংঝো ওয়াহাহা গ্রুপের প্রতিষ্ঠাতা ও ঝং এর সাবেক ব্যবসায়িক অংশীদার জং কিংহো মারা যান।
চীনের অনলাইন ব্যবহারকারীরা ৬৯ বছর বয়সী ঝং শানশানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনতে থাকেন। তিনি এক সময় ওয়াহাহার ডিস্ট্রিবিউটার ছিলেন ও প্রতিদ্বন্দ্বী ব্যবসা শুরু করেন।
Advertisement
দেশটির নাগরিকরা নংফু স্প্রিং এর বিরুদ্ধে বয়কট কর্মসূচি শুরু করেন। ঝং এর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। কারণ তার ছেলে তথা কোম্পানিটির উত্তরসূরী ৩৬ বছর বয়সী শু জি একজন মার্কিন নাগরিক।
যদিও নংফু স্প্রিং এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
অক্টোবরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ঝং বলেন, সব কিছুই পরিষ্কার। তাছাড়া নংফু স্প্রিং চীনের অধীনে আছে বলেও জানান তিনি।
সূত্র: ফোর্বস
Advertisement
এমএসএম