চট্টগ্রামে যাত্রীর ফেলে যাওয়া টাকা আত্মসাতের ঘটনায় সহযোগীসহ এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় যাত্রীর ফেলে যাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
Advertisement
রোববার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নগরীর হালিশহর এলাকার মো. হাসান আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. নাছির (৪২) এবং একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইমরান হোসেন (৫৮)। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
আরও পড়ুন
Advertisement
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রাতে এক ব্যবসায়ী বাসায় ফেরার জন্য চান্দগাঁও রাস্তার মাথা এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। কিন্তু গন্তব্যে পৌঁছে ভুলে সঙ্গে থাকা ব্যাগ অটোরিকশায় রেখে নেমে যান। পরে খোঁজাখুঁজির পর সিএনজি অটোরিকশার সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগে ব্যবসায়ীর নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও জমি সংক্রান্ত মূল্যবান কিছু কাগজ ছিল বলে জানা যায়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা করে।
ওসি আফতাব বলেন, ব্যবসায়ীর অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। পরে ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে আসামিদের চিহ্নিত করা হয়। রোববার সকালে সিএনজি অটোরিকশা চালক নাছির ও তার সহযোগী ইমরানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, যাত্রীর ওই ব্যাগে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল। এরমধ্যে দুই লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই লাখ টাকা আরেক বন্ধুর মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারদের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধার ও জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।
এমডিআইএইচ/কেএসআর/এমএস
Advertisement