আন্তর্জাতিক

৮৫০ কোটি ডলারের মিডিয়া একত্র করলো আম্বানির রিলায়েন্স ও ডিজনি

ধনকুবের মুকেশ আম্বানি ও ওয়াল্ট ডিজনি কো. ভারতে তাদের মিডিয়া অ্যাসেট একত্রিত করেছে। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বড় বিনোদন কোম্পানির মালিক হলো তারা। একত্রিত হওয়ার পর যার মূল্য দাঁড়িয়েছে ৮৫০ কোটি ডলার।

Advertisement

নিয়ন্ত্রকগুলো ভায়কম১৮ ও জিও সিনেমাকে একত্রে স্টার ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার অধীনে থাকছে ১০০ টেলিভিশন চ্যানেল ও দুটি স্ট্রিমিং সার্ভিস।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি এক বিবৃতিতে জানিয়েছেন, এই উদ্যোগের কারণে ভারতীয় মিডিয়া ও বিনোদন শিল্প একটি পরিবর্তনমূলক যুগে প্রবেশ করছে। ফলে ভারতের দর্শকরা কম খরচে কনটেন্ট দেখাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

রিলায়েন্স জানিয়েছে, মিডিয়ার প্রবৃদ্ধির জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

Advertisement

বলা হয়েছে, যৌথ উদ্যোগে রিলায়েন্সের সরাসরি ১৬ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে। পাশাপাশি ভায়াকম ১৮-এর মাধ্যমে শেয়ার রয়েছে ৪৬ দশমিক ৮ শতাংশ। বাকি শেয়ার ডিজনির নিয়ন্ত্রণে।

সূত্র: ফোর্বস

এমএসএম

 

Advertisement