চোটের কারণে টানা এক বছর ফুটবলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অবশেষে ভক্তদের আশা দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে আল হিলালের জার্সিতে ফিরেছিলেন তিনি। কিন্তু দুই ম্যাচ পর আবারও চোটে লেগে ৪ সপ্তাহের জন্য ছিটকে যান এই ব্রাজিলিয়ান।
Advertisement
ইনজুরিতে বিধ্বস্ত এই সুপারস্টার বলতে গেলে একরকম বোঝায় পরিণত হয়েছেন আল হিলালের।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেসে যোগ দেবেন নেইমার। কিন্তু আজ রোববার ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরার কথা শোনার পর সেই গুঞ্জনও উড়ে গেছে। পেরেইরা তির্যক ভঙ্গির ভাষায় জানিয়ে দিয়েছেন, নেইমারের সঙ্গে চুক্তিতে আসবে না পাইমেইরেস।
পেরেইরা জানান, ফিট ফুটবলারকে খুঁজছে তারা। এমন ফুটবলারকে চান, যাকে চুক্তিতে আনার পরপরই খেলানো যাবে। কোচ চাইলে যাকে আগামীকালই খেলাতে পারবেন। ইনজুরিকে বিধ্বস্ত কোনো ফুটবলারকে তারা ক্লাবে চান না।
Advertisement
লেইলা পেরেইরা। ছবি: সংগৃহীত।
পেরেইরা বলেন, ‘পালমেইরাসের হয়ে খেলবেন না নেইমার। এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়। আমি এমন খেলোয়াড় চাই যারা আগামীকাল খেলতে প্রস্তুত, যদি কোচের প্রয়োজন হয়। যে খেলোয়াড় মাঠে নামতে পারবে না আমরা তার সঙ্গে চুক্তি করবে না।’
২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্ব পালন করছেন পেরেইরা। ক্রীড়া সংগঠক হওয়ার পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত এই নারী। পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও পরিচিতি আছে পেরেইরার।
খোঁচা দিয়ে কথা বলার পর নেইমারের প্রশংসাও করেন পেরেইরা। তিনি বলেন, ‘সে অনেক বড় খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে (সাও পাওলোয় নেইমারের শৈশবের ক্লাব) যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’
Advertisement
এমএইচ/এএসএম