স্বাস্থ্য

সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের কমিটি গঠন

বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. মো. নজরুল ইসলাম।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২২টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাইনুল আহসান, সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খাইরুল ইসলাম ও সদস্য ডা. মো. নজরুল ইসলাম সই করেছেন।

এতে বলা হয়, বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৪-২৫ কার্যকরী পরিষদ নির্বাচনে তফসিল অনুযায়ী বিগত ১৪ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেহেতু ২২টি পদের বিপরীতে ২২ জন প্রার্থীর অতিরিক্ত কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী নেই, সেহেতু তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

Advertisement

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, ডা. আশরাফ উদ্দিন খান ও ডা. মো. রেজাউর রহমান মিয়া। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. আ খ ম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সামসুন্নাহার সামস, দপ্তর সম্পাদক ডা. মো. জালাল উদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. শারমিন আক্তার রুপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মো. তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. ইশতিয়াক মোহাম্মদ বেহনম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. সৈয়দা নাজলী মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্যদের নয়টি পদে নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. সৈয়দ জহিরুল আলম, ডা. মো. আবু তাহের, ডা. হাবিবা আখতার চৌধুরী, ডা. এএসএম শহিদুল ইসলাম বাবু, ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, ডা. মো. শফিকুল আহসান, ডা. মো. বোরহান উদ্দিন ও ডা. মনির উদ্দিন আহম্মেদ।

এএএম/এসআইটি/এএসএম

Advertisement