মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী জংশনে এ কর্মসূচি পালিত হয়।
Advertisement
এসময় রূপসা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতির সুযোগে এ দুই ট্রেনের স্টাফরাও বিক্ষোভ-সমাবেশে অংশ নেন। এতে নির্ধারিত সময়ের চেয়ে এ ট্রেন দুটি কিছুটা বিলম্বে স্টেশন ছাড়ে।
রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন গার্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পরিষদের ঈশ্বরদী শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও ঈশ্বরদীর সমন্বয়ক রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে রেলসচিবের প্রতিশ্রুতি মোতাবেক মাইলেজ জটিলতা নিরসন করতে হবে। রেল মন্ত্রণালয়ের ২০২১ সালের ৩ নভেম্বরের অবৈধ আদেশ বাতিল করতে হবে এবং ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগ পত্রে ১২ ও ১৩ নং শর্ত বাতিল করতে হবে। এছাড়াও রেলওয়ে প্রচলিত কোর্ড ও বিধি মোতাবেক পার্ট অব পে রানিং এলাউন্স প্রদানের পূর্ণাঙ্গ আদেশ জারি করতে হবে।
Advertisement
এ প্রসঙ্গে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রানিং স্টাফদের বিক্ষোভের বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতনদের বিষয়টি জানানো হয়েছে।
শেখ মহসীন/আরএইচ/জেআইএম