খেলাধুলা

ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, ভেনেজুয়েলায় আটকে গেলো ব্রাজিল

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

Advertisement

সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।

Yeah Vinicius jr is cooked man pic.twitter.com/xmSARMpfbi

— (@AFCKaden) November 14, 2024

এই ড্রয়ের পরও অবশ্য মূল্যবান একটি পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল।

Advertisement

ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলে ভেনেজুয়েলা লড়েছে সমানে সমানে। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা।

কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস। বাঁ দিকের পোস্টে তার শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো।

শেষ দিকে (৮৯ মিনিটে) ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস। কিন্তু এরপর যোগ করা সময় মিলিয়ে প্রায় ১০ মিনিট খেলা চললেও ১০ জনের দলকে হারাতে পারেনি ব্রাজিল।

Advertisement

এমএমআর/জেআইএম