নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর সাত টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় রুমা আক্তার (২৮) নামে একজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান।
Advertisement
রুমা আক্তার ময়মনসিংহের গৌরিপুর এলাকার মো. নজর আলী মেয়ে। উদ্ধার মরদেহ নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক জসিম উদ্দিন মাসুমের।
এর আগে ১৩ নভেম্বর পূর্বাচল উপ শহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো একজনের সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের মরদেহ বলে পরিচয় শনাক্ত করে স্বজনরা।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধারের পর পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা ভুক্তভোগীর পরিচয় জানতে পারি। তার সঙ্গে রুমা নামের একটি নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সে সম্পর্কের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে।
Advertisement
হত্যাকাণ্ডের পর রুমা আক্তার ও তার সহযোগীরা জসিম উদ্দিনের মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন। আমরা মরদেহের টুকরা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছি। সেই সঙ্গে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম