দেশজুড়ে

সোয়া একঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওড় এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোয়া একঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।

Advertisement

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পার হলে ইঞ্জিন বিকল হয়। পরে দুপুর পৌনে ২টার দিকে ট্রেন পিছনের দিকে ধাক্কা দিয়ে গফরগাঁও স্টেশনে এনে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল করা হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পার হলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ওই ইঞ্জিন দিয়ে সোয়া এক ঘণ্টাপর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আসছে। সেটি আসলে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম