জাতীয়

চট্টগ্রামে লরি-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

Advertisement

বুধবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বানীগ্রাম নতুন দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার হুয়ানক গ্রামের নুরুল ইসলামের ছেলে ওয়াসিফুর রহমান (২২) ও কালমারচড়া ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)।

আহতরা হলেন- মহেশখালী হুয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজির চালক জাবের (১৯)।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা আরোহীরা চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী প্রধান সড়ক হয়ে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছিলেন। এসময় সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে গ্যাস সিলিন্ডার বহনকারী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বাঁশখালী থানার রামদাস পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এএজেড/এমএইচআর/জেআইএম

Advertisement