ক্যাম্পাস

রাবি শিবির সেক্রেটারির অনার্সে সিজিপিএ ৩.৭৬, মাস্টার্সে ৩.৯২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতির পরিচয় প্রকাশের পর এবার সামনে এলেন সেক্রেটারি। তার মোস্তাকুর রহমান জাহিদ।

Advertisement

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মোস্তাকুর রহমান জাগো নিউজের কাছে তার পরিচয় নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬। মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলছে।

শিবিরের এই নেতা গতবছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। বাবা মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক।

Advertisement

প্রকাশ্যে আসার বিষয়ে শিবির নেতা মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা অফিশিয়ালি সংবাদ সম্মেলন করে জাতির কাছে সব বিষয় তুলে ধরবো। প্রকাশ্যে আসার কারণও সেদিন জানাবো।’

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম