জাতীয়

কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বললো ইসি

সরকারের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের নির্দেশনা মেনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব দিতে নির্দেশ দিয়েছে ইসি।

Advertisement

রোববার (২৯ সেপ্টেম্বর) সব কর্মকর্তা-কর্মচারীকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ইসির কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে আগাম প্রস্তুতির নির্দেশ সব কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে যেসব সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের, যেভাবে দাখিল করবেন

এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী দাখিলের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী গত ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল/প্রেরণ করতে হবে।

Advertisement

এমওএস/ইএ/জিকেএস