আইন-আদালত

কাজী জাফর উল্যাহ কারাগারে

রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (২২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন পুলিশি পাহারায় হাসপাতালে কাজী জাফর উল্লাহ কাজী জাফর উল্লাহ গ্রেফতার

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দিনগত রাতে গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেফতার করে পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই রাতেই নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। তার অসুস্থতার বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশ। সুস্থ হওয়ায় এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

Advertisement

জেএ/এমকেআর/জিকেএস