রাজনীতি

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে

রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে জানিয়েছে খেলাফত মজলিস।

Advertisement

পার্বত্য অঞ্চলে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রোববার (২২ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা জানান।

তারা বলেন, সামান্য মোটরসাইকেল চুরির মতো ঘটনাকে পুঁজি করে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও দোসরদের জড়িত থাকার অভিযোগ আসছে।

আরও পড়ুনখাগড়াছড়ির ঘটনায় রাঙ্গামাটিতে সংঘর্ষ, নিহত ১

এই দুই নেতা বলেন, গত ২০ সেপ্টেম্বর তিন চাকমা নেতা কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপের যে আহ্বান জানানো হয়েছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকি।

Advertisement

তারা আরও বলেন, উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছে। এমতাবস্থায় পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার সংকট সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে সম্প্রীতি বিনষ্টে যে ষড়যন্ত্র চলছে তা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনানিরাপত্তা বাড়াতে হবে।

এএএম/ইএ/জেআইএম