শিক্ষা

প্রাথমিকের পাঠ্যবই সময়মতো দিতে দ্রুত কাজ করছি

আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

Advertisement

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী বছরের প্রাথমিকের পাঠ্যবই ১ জানুয়ারি আপনারা দিতে পারবেন কি না। সে প্রস্তুতি আছে কিনা- জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, যেন সময়মতো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে দিতে পারি। দ্রুতই আমরা কাজ করছি।

বিধান রঞ্জন রায় আরও বলেন, বন্যা কবলিত ১১টি জেলায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। আমরা সেটা পুষিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে বরাদ্দ করেছি।

Advertisement

প্রাথমিকের শিক্ষা কার্যক্রম একমাসের মধ্যে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানিয়েছেন এ উপদেষ্টা।

আরএমএম/এমকেআর/এএসএম