বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। নামাজের প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাত ও তিন রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষ বৈঠক অর্থাৎ তিন রাকাতবিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতের পর এবং চার রাকাতবিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতের পর বৈঠক করা ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
Advertisement
জোহর, আসর ও ইশার নামাজ যেহেতু চার রাকাতবিশিষ্ট, এ সব নামাজের প্রথম দুই রাকাতের পর প্রথম বৈঠক করতে হবে এবং চতুর্থ রাকাতের পর শেষ বৈঠক করতে হবে। কেউ যদি ভুল করে জোহর, আসর বা ইশার নামাজের তৃতীয় রাকাতের পর বসে যায়, তাহলে তার করণীয় হলো ভুল বুঝতে পারার সাথে সাথে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। বসে পড়ার সাথে সাথে ভুল বুঝতে পারলে এবং দাঁড়িয়ে গেলে তার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে না।
তবে যদি তিনবার ‘সুবহানাল্লাহ’ বলা পরিমান সময় বসে থাকার পর ভুল বুঝতে পারে, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।
সাহু সিজদা আদায়ের পদ্ধতিনামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে, কোনো ফরজ দুবার আদায় করলে, কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়।
Advertisement
সাহু সিজদা আদায়ের পদ্ধতি হলো, নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করা, তারপর আবার তাশাহহুদ পড়ে, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা।
ওএফএফ/জিকেএস