একুশে বইমেলা

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বই উপহার

প্রতি ঈদের মতো এবারও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার দেওয়া হয়েছে। ঈদুল আজহার দিন চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামে ঈদের সালামি হিসেবে এ বই দেওয়া হয়। এ নিয়ে ২৫টি ঈদে ফাউন্ডেশনটি শিশু-কিশোরদের বই উপহার দিয়েছে।

Advertisement

২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি, পাঠাগার, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া-ম্যাগাজিন প্রকাশসহ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের মাঝে চর্যাপদ একাডেমির বই উপহার বরিশালে প্রথমবার বই বিনিময় উৎসব

শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। ঈদের সালামি হিসেবে নতুন বই পেয়ে শিশু-কিশোররা বেশ আনন্দ প্রকাশ করে। বইয়ের মধ্যে ছিল শিশু-কিশোর উপযোগী ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।

Advertisement

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ। আমরা চাই অন্য উপহারের সঙ্গে বইও দেওয়া হোক। যাতে শিশু-কিশোররা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। এ কার্যক্রমে অনেকেই বই দিয়ে সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এসইউ/এমএস