সাহিত্য

বিষণ্ণ সুন্দর পথে এবং উদাস বিজ্ঞাপন

বিষণ্ণ সুন্দর পথে

Advertisement

ঝড় থেমে গেলে থেকে যায় তাণ্ডবের চিহ্নমৃত পাখিদের শেষকৃত্য শেষে ফিরে যায় পিঁপড়ের দলও।

যারা মৃত এবং বিধ্বস্ত তাদের কোনো পদচিহ্ন থাকে না।যেমন ছিল না নূহের প্লাবনে অভিশপ্তদেরযেমন থাকে না পরাজিত সৈনিকেরকিংবা বিধ্বস্ত কোনো নাবিকের, অথবা প্রেমহীন একটা নদীর গতিপথ শেষে বিষণ্ন এক উদ্যানের নৌকার!

অথচ আমরা কেবলই দিনলিপির ছায়ায় হাঁটিবিস্মৃত পুনর্জন্মের ছাই জ্বালিয়ে এপিটাফ লিখি বার বার।

Advertisement

****

উদাস বিজ্ঞাপন

প্রতিদিন নির্লজ্জ চেয়ে থাকে একটা বিলবোর্ড চকচকে রঙিন পোস্টার, কামুক বিজ্ঞাপন; মন্থর যান্ত্রিক কোলাহলের মধ্যমণি তিলোত্তমা নগরের বুকজুড়ে!

ক্যাটওয়াকে ঝড়, নিতম্বে ঢেউ চোখে চোখে নেশার ঘোর যাবতীয় সুখসামগ্রী অগণন জেগে থাকে উদ্যম র্যাম্প—আলোর নাচন!

Advertisement

হাতের মুঠোয় সুখ-বিলাসী স্বপ্ন নিউরনে আঁকা লোলুপ প্রচ্ছদ অভিজাত দাম্ভিক আস্ফালন বহুজাতিক বিলাসী সুখের বিপণন!

ক্রমাগত আচ্ছন্ন হয় নাগরিক মনঅভ্যস্ত দিনলিপি—পুঁজিবাদী বিকিকিনির আশীর্বাদেবিবসনা মডেল শিখিয়ে যায়—আধুনিকতা।

এসইউ/জিকেএস