ধর্ম

অসিয়ত ভঙ্গ করে জানাজা পড়ানো হলে কি তা শুদ্ধ হবে?

কেউ যদি মৃত্যুর আগে তার জানাজা কে পড়াবে সে ব্যাপারে অসিয়ত করে যায়, তাহলে ওই অসিয়ত পূর্ণ করা জরুরি নয়; বরং মৃত ব্যক্তির জানাজা পড়ানোর ব্যাপারে শরিয়ত যাদের অগ্রাধিকার দিয়েছে তারাই জানাজা পড়ানোর বেশি হকদার। তবে তারা চাইলে যার ব্যাপারে অসিয়ত করা হয়েছে তাকেও জানাজা পড়ানোর অনুমতি দিতে পারেন। তাই মৃত ব্যক্তির অসিয়ত ভঙ্গ করে তার অভিভাবক নিজে বা তার অনুমতিক্রমে অন্য কেউ জানাজার নামাজ পড়ালে তা শুদ্ধ হবে।

Advertisement

মুসলমান মৃতের জন্য জানাজা পড়া ফরজে কেফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

এক মুসলমানের ওপর আরেক মুসলমানের একটি হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে। রাসুল (সা.) বলেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)

ওএফএফ/জিকেএস

Advertisement