তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন?

প্রতিনিয়ত বাড়ছে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা। এক সময়ে শুধুই ফটো শেয়ার করার মাধ্যম হিসেবে ব্যবহার হলেও বর্তমানে ইনস্টাগ্রামের অনেক নতুন ফিচার রয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টও জনপ্রিয় হচ্ছে।

Advertisement

এই অ্যাপে প্রতিদিন ২০ কোটি মানুষ ভিজিট করেন। যার দরুন প্রচুর স্থানীয় ব্যবসায়ী ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে শুরু করেছেন। নানা অঞ্চলের মানুষ নানা চাহিদা নিয়ে আসে এখানে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করলে দেখবেন যেভাবে

আপনারও যদি ব্যবসা থাকে তাহলে ইনস্টাগ্রামে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন জেনে নিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন-

Advertisement

>> প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন>> আগে থেকে যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান>> এবার সেখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশনে ট্যাপ করুন>> এই পেজে সুইচ টু অ্যা প্রফেশনাল অ্যাকাউন্ট অপশন থাকবে>> এটি সিলেক্ট করতে হবে>> এবার বিজনেস অ্যাকাউন্টের জন্য ডেসক্রিপশন বা সংক্ষেপে কিছু বর্ণনা দিতে হবে>> এই ডেসক্রিপশন যতটা আকর্ষণীয় এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হব ততই ভালো>> এভাবে খুলে যাবে প্রফেশনাল অ্যাকাউন্ট সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জিকেএস