জোকস

আজকের কৌতুক: দৌড়বিদ বাবা

দৌড়বিদ বাবাতিন বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তিনজনই চাপাবাজিতে সেরা। তারা যখন নিজের বাবাকে নিয়ে চাপাবাজি করে-প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বিদ। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বিদ। অফিস ছুটি হতো ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন।

Advertisement

****ছেলের কর্তব্য পালনবৃদ্ধ বাবার ছেলে জেলে বন্দি। বাবা ছেলেকে জেলে চিঠি লিখলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। এত বড় জমিতে চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।’

ছেলে জেল থেকে বাবার চিঠির জবাবে লিখল, ‘তুমি ওই জমি খুঁড়তে যেও না । জমিতে আমি আমার সব চোরাই মাল লুকিয়ে রেখেছি।’

পরের দিন কয়েক জন পুলিশ গিয়ে পুরো জমি খুঁড়ে ফেলল। কিন্তু কিছুই পেল না। ছেলে আবার তার পরের দিন বাবাকে চিঠি লিখল, ‘বাবা, আমি জেলে থেকে তোমার জন্য এতটুকুই সাহায্যই করতে পারলাম। এখন শুধু বীজ লাগিয়ে দিও।’

Advertisement

****

বর্ষসেরা কর্মীর পুরস্কারনতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন, ‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’

অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য, ‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’অমিত: কী স্যার?বস: আগামী বছর চেকে সই করে দেব!

কেএসকে/এমএস

Advertisement