তথ্যপ্রযুক্তি

এক চার্জে ১২০ ঘণ্টা চলবে বোটের ইয়ারবাড

ইলেকট্রনিক গ্যাজেটের বাজারে বোট একটি প্রতিষ্ঠিত নাম। একের পর এক স্মার্টওয়াচ, ইয়ারবাড নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার নতুন একটি ইয়ারবাড লঞ্চ করলো বোট। যার নাম বোট নিরভানা আইওন।

Advertisement

নতুন এই ইয়ারবাডে ১০মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ইন-ইয়ার ডিটেকশনের ফিচারও। ব্লুটুথ ৫.২ সাপোর্ট এবং হাইফাই এইচএসপি ৫ চালিত ক্রিস্টাল বায়োনিক সাউন্ড রয়েছে। ব্যবহারকারীরা এই ডিভাইসে ডুয়াল ইকিউ মোড, বোট ব্যালান্সড এবং সিগনেচার সাউন্ডের মতো ফিচারও পাবেন। এই ডিভাইসে একটি বিস্ট মোডও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজারে এলো নাথিংয়ের নতুন ইয়ারবাড

এই মোড ৬০ এমএস পর্যন্ত কম লেটেন্সি অফার করে। বোটের নতুন ইয়ারবাডে রয়েছে একটি ৬০০এমএএইচ ব্যাটারি এবং বাডগুলোতে রয়েছে ৭০এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা চার্জিং কেস সহ মোট ১২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। পাশাপাশি এই বাডগুলো একক চার্জে ২৪ ঘণ্টা চলতে পারে।

Advertisement

ইয়ারবাডটি পানি এবং ধুলা প্রতিরোধী, এজন্য এতে রয়েছে IPX4 রেট। সাদা এবং কালো-এই দু’টি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি। ভারতে ইয়ারবাডটির দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৫০০ টাকা। গ্রাহকরা এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

সূত্র: ৯১ মোবাইলস

কেএসকে/এএসএম

Advertisement