মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
৯ জানুয়ারি ২০২৩, সোমবার। ২৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ
রামকৃষ্ণ রায়ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ১৯১২ সালের ৯ জানুয়ারি মেদিনীপুরের চিরিমাতসাইতে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে তিনি জেলাশাসক পেডিকে ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। ১৯২৪ সালে মহাত্মা গান্ধী মেদিনীপুরে এলে বালক রামকৃষ্ণ স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেন। ১৯২৬ সালে পুরসভার নির্বাচনে বীরেন্দ্রনাথ শাসমলের সঙ্গে ও ১৯২৮ সালে সুভাষচন্দ্রের সঙ্গে কাজ করেছেন তিনি। ২ সেপ্টেম্বর, ১৯৩৩ তারিখে মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যার মিশনে অংশগ্রহণ করেন। ধরা পড়ে হত্যার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত হন। এরপর ১৯৩৪ সালের ২৫ অক্টোবর মেদিনীপুর জেলে তার ফাঁসি হয়।
ঘটনা১৩১৭- পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।১৭৫৭- রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।১৮১১- প্রথম নারী গলফ টুর্নামেন্ট শুরু হয়।১৯১৫- ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।১৯৬৫- পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।১৯৯২- বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।
Advertisement
জন্ম১৮১১- ইংরেজ সাংবাদিক ও লেখক গিলবার্ট অ্যাবট এ বেকেট।১৮৮৪- সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়।১৯০৮- ফরাসি দার্শনিক ও লেখক সিমোন দ্য বোভোয়ার।১৯১২- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।১৯৬৫- ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্য পরিচালক ফারাহ খান।১৯৭৪- ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার।
মৃত্যু১৯২৩- প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর।১৯৪৪- ভারতীয় বাঙালি মৃৎশিল্পী গোপেশ্বর পাল।১৯৬৯- ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ প্রতিমা ঠাকুর।২০০৪- প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়।২০২২- কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃত সাইফুদ্দাহার শহীদ।
কেএসকে/জিকেএস
Advertisement