কৃষি ও প্রকৃতি

ঘন কুয়াশা: আম-লিচু-কাঁঠাল রক্ষায় যা করবেন

আবহাওয়ার বিরূপ অবস্থার (ঘন কুয়াশা) কারণে আম-লিচু-কাঁঠাল মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চাষিদের জন্য করনীয় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

Advertisement

যা করতে হবে: ঘন কুয়াশার আবহাওয়ায় প্রতিরোধক হিসেবে আম-লিচুর গাছে বর্দোমিক্সার অথবা সালফারঘটিত ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে।

এছাড়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় আমের শোষক পোকার (হপার) বংশ দ্রুত বৃদ্ধি ঘটতে পারে, তাই গাছের কাণ্ডে ও পাতায় সাইপারমেথ্রিন ১০ ইসি আম-লিচু-কাঁঠালে গ্রুপের যে কোনো একটি কীটনাশক এক লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করতে হবে।

আম-লিচু-কাঁঠালের গাছে মিলিবাগ পোকার নিম্ফ বা বাচ্চা যেন মাটি থেকে কাণ্ড বেয়ে মিশিয়ে স্প্রে করতে হবে। গাছের উপরের দিকে উঠতে না পারে এজন্য এসময় গাছের গোঁড়া পিচ্ছিল পলিথিন বা টেপ দিয়ে মুড়িয়ে দিতে হবে।

Advertisement

এনএইচ/আরএডি/জিকেএস