ধর্ম

নামাজে সালাম ফেরানোর পরের জিকির ও দোয়া

নামাজের সালাম ফেরানো ওয়াজিব। মুক্তাদি ডানে বামে সালাম ফেরানোর পর অনেকগুলো জিকির ও দোয়া পড়া ‍সুন্নত। হাদিসে বর্ণিত সুন্নত জিকির ও দোয়াগুলো তুলে ধরা হলো-

Advertisement

সালাম ফেরানোর পর

১. أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ : আসতাগফিরুল্লাহ

Advertisement

অর্থ : ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

২. اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি প্রশান্তি দাতা, আর আপনার কাছেই রয়েছে সকল প্রকারের শান্তি, আপনি অধিকতর কল্যাণময়, হে মর্যাদাবান এবং মহানুভব মহিমান্বিত।’ (মুসলিম ৫৯১)

Advertisement

৩. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহু হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির; আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফাউ জালঝাদ্দি মিনকাল ঝাদ্দ।’

অর্থ : ‘এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার কাছে (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।’ (বুখারি ৮৪৪)

৪. اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা’

অর্থ : ‘হে আল্লাহ! আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদাতে আমাকে সাহায্য করুন।’ (আবু দাউদ ১৫২২)

আল্লাহ তাআলা সব নামাজিকে সালাম ফেরানোর পর এ জিকির ও দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম