ধর্ম

শয়তানের প্রভাব ও গুনাহমুক্ত থাকার আমল

মহান আল্লাহর ছোট্ট একটি প্রশংসামালা। যার অনেক কল্যাণ ও ফজিলত রয়েছে। হাদিসে ঘোষিত অনেক প্রতিদানের পাশাপাশি শয়তানের প্রভাব-বলয় এবং গুনাহের স্পর্শ থেকে মুক্ত থাকবে মুমিন। নবিজী ঘোষিত মহান প্রভুর এ প্রশংসামালা কী?

Advertisement

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজের পর, পা ভাঁজ করা অবস্থায় কথাবার্তা বলার আগে দশবার বলে-

لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيُ وَ يُمِيْتُ بِيَدِهِ الْخَيْرُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়িউ ওয়া ইউমিতু বি-ইয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

Advertisement

আমলের উপকারিতা

প্রত্যেকবার বলার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি কল্যাণ লিখে দেবেন; তার (আমলনামা) থেকে একটি মন্দ জিনিস দূর করে দেবেন এবং এক স্তর মর্যাদা বাড়িয়ে দেবেন; আর প্রত্যেকবার বলার বিনিময়ে তাকে একটি গোলাম মুক্ত করার সওয়াব দেবেন, তার ওই দিনটি থাকবে সব অপছন্দনীয় জিনিস থেকে নিরাপদ, তাকে রাখা হবে শয়তানের প্রভাব-বলয় থেকে মুক্ত এবং ওইদিন কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারে না; তবে সে যদি আল্লাহর সঙ্গে শিরক করে, তাহলে এ সুবিধা পাবে না।’ (তিরমিজি)

সুবহানাল্লাহ! কী সৌভাগ্য মুমিন মুসলমানে। ছোট্ট একটি তাসিবহ-তাহলিল সমৃদ্ধ প্রশংসাকাব্য। যার বিনিময়ে মহান আল্লাহ কত নেয়ামই না দান করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট এ প্রশংসামালার আমল করার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/জিকেএস