সাহিত্য

শাহানাজ পারভীন শিউলির চারটি ছড়া

খোকার কৌতূহল

Advertisement

সবুজ ভূমি রক্তে ভেজাকেমন করে হলো?কে করলো স্বাধীন তোমায়বলো মাগো বলো।

কার ডাকেতে আসলো ছুটেমুক্তিসেনার দল?কে জাগালো বীর জনতারশক্তি সাহস বল।

কার শাসনের অত্যাচারেএদেশ হলো শেষ?কে তাড়িয়ে দস্যু সকল করলো স্বাধীন দেশ।

Advertisement

বলো মাগো বলো আমায়স্যালুট করি তার,রক্ত দিয়ে করলো স্বাধীন মানলো না তো হার।

****

স্বাধীনতা

স্বাধীনতা তুমি রক্তে ফোটা লাল গোলাপের রেণু,মেঠোপথের রাখালি সুরবাউল হাতের বেণু।

Advertisement

লক্ষ নারীর সম্ভ্রম তুমিজল টলমল আঁখি, মমতামাখা মাটি আমার সবুজ-শ্যামলে ঢাকি।

আমার দেশের চাষি তুমিফসল ফলার হাল,লক্ষ বীরের রক্ত দিয়েসূর্য ওঠে লাল।

রাজপথের মিছিল তুমি গর্জে ওঠা গুলি,বীরসেনাদের লুটিয়ে পড়াঝাঁঝড়া মাথার খুলি।

রক্তমাখা ইতিহাস তুমিশিকল ভাঙার গান,আমার দেশের গর্ব তুমি সকল দেশের মান।

****

মার্চ

মার্চ আমার কান্না-হাসির মাসশোকের মিছিল ছড়ায় দীর্ঘশ্বাস,ভাই হারিয়ে কাঁদে শোকে বোনমার্চ আমার মায়ের পোড়া মন।

মার্চ আমার ফিরে আসা খোকারক্তগোলাপ ফোটে থোকা থোকা,লুটিয়ে পড়ে ঝাঁঝড়া মাথার খুলিমার্চ আমার গর্জে ওঠা গুলি।

মার্চ আমার শিকল ভাঙার গানসকল দেশে গর্বে ভরা মান,মায়ের আঁচল লাল-সবুজে আঁকামার্চ আমার বিজন ব্যথা ঢাকা।

****

যুদ্ধে যাবো

তোমার চোখে দেখবো মাগোপ্রথম সূর্যোদয়,অনিমিখের দু’চোখেতেরাখবো না আর ভয়।

দুঃখে ভরা এই আঁখিতেআসবে আলো ফিরে, দেশের মাটি অঙ্গে মেখেনাচবো তোমায় ঘিরে।

আমায় এবার ছাড়ো মাগোডাকছে দেখো দেশ,করছে যারা স্বদেশ কালোকরবো তাদের শেষ।

তোমার চোখের অগ্নিশিখায়পুড়বে পশুর দল,লক্ষ মানুষ তোমায় দেখেফেলবে খুশির জল।

তোমার বরের হাত দুটি মাআমার মাথায় রেখো,বিজয় বেশে আসবো ফিরেহাসি মুখে থেকো।

এসইউ/জিকেএস