ফিচার

সুভাষচন্দ্র বসুর জন্ম ও সালভাদরের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৩ জানুয়ারি ২০২২, রোববার। ০৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৫৫৬- চীনের সানসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।১৯২০- ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।১৯২২- কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।২০০১- বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।২০০২- পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

জন্ম১৮২৩- একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারীচরণ সরকার।১৮৯১- ভারতের বাঙালি গণিতজ্ঞ অমিয়চরণ ব্যানার্জি। ১৮৯৪- ভারতের বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।১৮৯৭- ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। ২০২১ সালে ভারত সরকার তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন।১৯৩৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কলকাতার বাংলা দৈনিক “বর্তমান” এর প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত। ১৯৪২- বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রাজ্জাক।

Advertisement

মৃত্যু১৮৫৯- কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।১৯০৯- বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন।১৯৮৯- স্পেনীয় চিত্রকর সালভাদর দালি। ১৯০৪ সালের ১১ মে তিনি স্পেনের উত্তর কাতালোনিয়ার ফিগুয়েরে তার জন্ম। বিংশ শতাব্দিতে পাশ্চাত্য চিত্রকলা শুধু মাত্র ছবি আঁকায় সীমাবন্ধ ছিল না। তা জন্ম দিয়েছিল নানা শিল্প আন্দোলনেরও। এসব আন্দোলন ছবির সঙ্গে সঙ্গে কবিতা, নাটক, সিনেমা ইত্যাদি নানা শিল্প মাধ্যমকে প্রভাবিত করে। বিংশ শতাব্দীতে এমন সব প্রভাব বিস্তারকারী শিল্প আন্দোলনের যারা উদ্গাতা তাদের একজন হলেন সালভাদোর দালি।২০১২- বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা অমল বোস।

দিবসজাতীয় প্রশিক্ষণ দিবস

কেএসকে/এমএস

Advertisement