ধর্ম

টয়লেটে যেতে এবং বের হতে যেসব দোয়া পড়বেন

প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করার জন্য টয়লেটে যেতে হয়। কিন্তু টয়লেটে যাওয়ার আগে এবং পরে কিছু সুন্নতি আমল ও দোয়া রয়েছে। যার কারণে মুমিন মুসলমান নারী-পুরুষ যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি পেয়ে থাকে। দোয়া ও আমলগুলো হলো-

Advertisement

টয়লেটে ঢোকার সময় বাম পা আগে দেওয়া। আবার বের হওয়ার সময় ডান পা আগে বের করা। টয়লেটের পরিচ্ছন্নতার কাজে বাম হাত ব্যবহার করা। তাছাড়া টয়লেটে যেতে এবং বের হতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দোয়া।

টয়লেটে যেতে পড়ার দোয়া

১. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেটে ঢুকার সময় বলতেন-

Advertisement

اَللّهُمَّ اِنِّىْ أَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে পুরুষ ও নারী শয়তান (আক্রমণ) থেকে আশ্রয় চাই।’ (বুখারি)

২. হজরত আলি ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘টয়লেটে ঢুকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে, বলতে হবে-

Advertisement

بِسْمِ اللهِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহ’

অর্থ : আল্লাহর নামে (পোশাক খুলছি)।’ (তিরমিজি)

টয়লেট থেকে বের হতে দোয়া

৩. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন-

غُفْرَانَكَ

উচ্চারণ : গুফরানাকা

অর্থ : ‘(হে আল্লাহ!) তোমার কাছে ক্ষমা চাই।’ (আদাবুল মুফরাদ, বুখারি)

টয়লেটে যেতে এবং বের হতে প্রিয় নবির শেখানো দোয়াগুলো ছোট হলেও এর উপকারিতা ও মর্যাদা অনেক বেশি। সুন্নাতে নববির আমলে মহান আল্লাহ তার বান্দাদেরকে বদ জিন ও শয়তান থেকে মানুষকে নিরাপত্তা দান করেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, টয়লেটে ঢুকতে এবং বের হওয়ার সময় ছোট ছোট দোয়াগুলো নিয়ম মোতাবেক পড়া। এতে শয়তানের যাবতীয় আক্রমণ থেকে মুক্তি পাবে মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। শয়তান ও অন্যদের থেকে নিজেদের গোপনীয় অঙ্গগুলোর হেফাজত করার তাওফিক দান করুন। নারী-পুরুষ সবাইকে এ আমলে নিজেদের জীবন সাজানোর তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম