জোকস

আজকের জোকস : ১৬ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনের প্রচারে এক পথসভায় গিয়ে জনৈক প্রার্থী-প্রার্থী : আমি যদি এবার মেয়র হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দেব। জনৈক : এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কিভাবে? প্রার্থী : প্রথমে খাল করব, তারপর ব্রিজ করব!****এক লোকের ইচ্ছে হয়েছে তিনি পৌর নির্বাচন করবেন। দাঁড়িয়েও গেলেন ভোটে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। লোকটির স্ত্রী তো রেগে আগুন-স্ত্রী : আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?****জেলার : আপনি জেলারের পদে কাজ করতে পারবেন? প্রার্থী : অবশ্যই পারব স্যার। জেলার : বলুন তো কয়েদীরা ঝামেলা করলে কি করবেন? প্রার্থী : এক ধমক দিয়ে থামিয়ে দেব স্যার।জেলার : বাহ বেশ! যদি বেশি বেয়াদবী করে তাহলে? প্রার্থী : এক থাপ্পড় মেরে ওদেরকে জেল থেকে বের করে দেবো স্যার!****বন্ধু : আচ্ছা, অবিবাহিত লোক না নিয়ে তুমি শুধু বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন? বড় কর্তা : বিবাহিত লোকগুলো বাড়িতে বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে, আমি বকলেও তারা আর কিছু মনে করে না। চাকরি ছেড়ে দেওয়ার ভয়ও দেখায় না। ****কেরানী : আমি এতদিন ধরে তিনজন লোকের কাজ একা করেছি। আমার বেতন বাড়াতে হবে। ম্যানেজার : বেতন এখন বাড়ানো অসম্ভব। তুমি বাকি দু’জনের নাম বল- তাদের এখনই বরখাস্ত করব।এসইউ/এমএস

Advertisement