জোকস

আজকের জোকস: মধুচন্দ্রিমার খরচ বাঁচানোর উপায়

মধুচন্দ্রিমার খরচ বাঁচানোর উপায়অবসরে দুই বন্ধু বসে গল্প করছে— ১ম বন্ধু: জানিস, আমার মাথায় কত বুদ্ধি? বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে! ২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি! ১ম বন্ধু: কীভাবে? ২য় বন্ধু: মধুচন্দ্রিমায় আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!

Advertisement

****

যার যেমন ভাবনাআশাবাদীরা বলে, ‘গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ।’ নৈরাশ্যবাদীরা বলে, ‘গ্লাসটি অর্ধেক খালি।’ কৃপণেরা বলে, ‘গ্লাসটি যতটুকু হওয়া উচিত ছিল, তার চেয়ে দ্বিগুণ বড়। কী দরকার ছিল এই বাড়তি খরচটুকু করার!’

****

Advertisement

কলার দাম তিন টাকাগঞ্জু মিয়া খুবই কৃপণ। একবার তিনি গেলেন কলা কিনতে— গঞ্জু মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত? বিক্রেতা: তিন টাকা। গঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি-না বলো? বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা। গঞ্জু মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

এসইউ/এমকেএইচ