ধর্ম

মসজিদে না এসে বাসায় জোহর পড়তে মুয়াজ্জিনের ঘোষণা

মসজিদে জুমআ পড়তে না যাওয়ার জন্য মহল্লার সব মসজিদ থেকে এ মর্মে ঘোষণা করছে যে- একটি এলান শুনি- কেউ মসজিদে জুমআ পড়তে আসবেন না। যার যার নিজ নিজ বাসায় জোহরের নামাজ আদায় করবেন।

Advertisement

বৈশ্বিক মহামারি করোনায় বিশ্বের অনেকে দেশের মসজিদে জামাআত বন্ধ রয়েছে। মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে বাংলাদেশের মসজিদগুলোতে জামাআত ও জুমআ আদায়ে করণীয় ঠিক করতে ধর্মমন্ত্রণালয় আলেম-ওলামাদের পরামর্শ গ্রহণ করে। পরামর্শক্রমে মন্ত্রণালয় মসজিদের পাঞ্জেগানা জামাআতে ৫ জন এবং জুমআ জামাআতে ১০ জনকে উপস্থিত থাকার নির্দেশ দেয়।

যার ফলে মুয়াজ্জিনরা মসজিদে মাইকে মুসল্লিদের উদ্দেশ্যে এ ঘোষণা দেয়।

দুর্যোগপূর্ণ মুহূর্তে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ার ব্যাপারে দেশের শীর্ষস্থানীয় আলেমরা তাদের মতামত ও ধর্মীয় বিষয়গুলো তুলে ধরেন

Advertisement

দেশের প্রত্যেক মুমিন মুসলমানের উচিত মসজিদে না গিয়ে যার যার বাসায় জোহর নামাজ আদায় করা।

এমএমএস/এমএস