দেশজুড়ে

এমপি লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা

বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় তিনিসহ ১০ জনকে আসামি করা  হয়েছে।সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় মঙ্গলবার গভীর রাতে মামলাটি দায়ের করেন। তবে মামলা দায়ের করার বিষয়টি বুধবার রাতে জানতে পারেন স্থানীয় সাংবাদিকরা।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে মামলা রের্কড করা হয়েছে। মামলায় এমপি লিটনকে এক নম্বর আসামি করা হয়। এছাড়া মামলায় আরো নয়জন আসামি রয়েছেন।মামলার এজাহারে বাদী বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে এমপি লিটন লোকজন নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এসময় এমপি লিটন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর এমপি ও তার লোকজন বসতবাড়িতে ভাঙচুর চালান। শেষে বসতবাড়ির ঘরের টিন ও বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। পরে লুটপাট করা মালামালগুলো এমপি লিটনের মালিকানাধীন শাহ আলী হিমাগারে নিয়ে রাখা হয়।হাফিজার রহমান জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার সন্ধ্যায় এমপি লিটনসহ ১০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করি। পুলিশ তদন্ত শেষে মঙ্গলবার রাতে এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে।এর আগে শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এমপি লিটনকে আসামি করে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। বর্তমানে সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সংসদ সদস্যকে গ্রেফতার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে সুন্দরগঞ্জ ও গাইবান্ধার সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।অমিত দাশ/বিএ

Advertisement