অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে শাহমুব জুয়েলের দুটি উপন্যাস। উপন্যাস দুটির নাম হচ্ছে- ‘সবুজ ডানা’ ও ‘সমুদ্রগামিনী’। বই দুটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
Advertisement
সবুজ ডানা উপন্যাসের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমুদ্রগামিনী উপন্যাসের প্রচ্ছদ করেছেন আল নোমান। প্রতিটি বইয়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা। বই দুটি পাওয়া যাবে ২৫৩-২৫৪-২৫৫ নম্বর স্টলে।
শাহমুব জুয়েল লিটলম্যাগ আন্দোলন কর্মী হিসেবে সম্পাদনা করছেন লিটলম্যাগ বর্ণিল। সাহিত্যকর্মী ও পাঠক মহলের কাছে বর্ণিল বেশ আলোচিত সাহিত্যপত্র। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিলের চতুর্থ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।
তার কবিতার বই হচ্ছে- ‘কাঁচা রোদের সন্ধানে’, ‘মুখোমুখি আহ্লাদি চিবুক’, ‘জলসিঁড়ি পেরিয়ে বালির সন্ন্যাসে’। গল্পগ্রন্থ হচ্ছে- ‘অথৈ সময়ের শ্বাস’। প্রবন্ধগ্রন্থ হচ্ছে- ‘কথাসাহিত্যে রাজনৈতিক দর্শন ও বিবিধ প্রবন্ধ’ প্রভৃতি।
Advertisement
এসইউ/পিআর