বিনোদন

দুই বাংলার নাট্যমেলা শুরু আজ

নাট্যসংগঠন প্রাঙ্গণে মোরের আয়োজনে আজ শুরু হচ্ছে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’ শিরোনামে এবারের মেলায় দুই বাংলার ৯টি নাট্যদল অংশ নিচ্ছে।

Advertisement

প্রাঙ্গণে মোরের ১১তম আসরটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে থাকছে বাংলাদেশের পাঁচটি এবং ভারতের চারটি নাট্যদল। নাট্যমেলার উদ্বোধন করবেন আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।

এছাড়া ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন।

উৎসবে প্রদর্শিতব্য নাটকগুলো হলো ‘আর্ট’ (কলকাতা), ‘আবৃত্ত’ (কলকাতা), ‘হাছনজানের রাজা’, ‘পুলসিরাত’, ‘জ্যান্ত হ্যামলেট’ (কলকাতা), ‘কৈবর্তগাথা’, ‘ময়ূর সিংহাসন’, ‘আমরা তিনজন’ ও ‘বিসমিল্লা’ (দিল্লি)।

Advertisement

এছাড়া এ আয়োজনে ‘প্রাঙ্গণে মোর নাট্যসহযোদ্ধা সম্মাননা ২০১৯’ দেয়া হবে।

বিএ/এমএস