বিনোদন

গান গাইলেন সৈয়দ আব্দুল হাদী, কেঁদে ফেললেন ফাহমিদা নবী

বাংলাদেশের সংগীতাঙ্গনে এক বরেণ্য নাম সৈয়দ আব্দুল হাদী। এখনো নিয়মিত গান গেয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর সুরে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

Advertisement

নতুন এই গানটির নাম ‘আমি কেমন করে ভুলি’। ফাহমিদা নবীর সুর করা লোক ঘরানার এই গানটির সংগীতায়োজন করেছেন তার ভাই পঞ্চম। গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেললেন ফাহমিদা নবী। তার বাবা মাহমুদুন্নবীর খুব ভালো বন্ধু ছিলেন সৈয়দ আব্দুল হাদী।

ফাহমিদা নবী বলেন, ‘গানটিতে হাদী চাচা যখন কণ্ঠ দিচ্ছিলেন মনে হচ্ছিলো বাবাই যেন গানটি গাইছেন। আমি ভীষণ খুশি, হাদী চাচার জন্য সুর করতে পেরে। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। আমার সৌভাগ্য চাচা আমার সুর করা গানে কণ্ঠ দিলেন। ’

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘বন্ধুর মেয়ের সুর আর ছেলের সংগীতে গাইতে পেরে অনেক ভালো লাগছে। ফাহমিদা খুবই সুন্দর সুর করেছে। গানটি গাওয়ার সময় মনে হয়েছে, ও আমার জন্যই সুরটি করেছে। ফাহমিদার জন্য অনেক অনেক শুভকামনা।’

Advertisement

ভাই-বোনের সুর সংগীতে গানটি গাইলেন সৈয়দ আব্দুল হাদী। গান রেকর্ডিং শেষে বাবাকে (মাহমুদুন্নবী) স্মরণ করে কাঁদেন ফাহমিদা নবী।

এই গান প্রসঙ্গে পঞ্চম নবী বলেন, ‘হাদী চাচার গান শুনে শুনে বড় হয়েছি। তার গানের সংগীতায়োজন করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। বাবার গান করার সৌভাগ্য হয়নি কিন্তু বাবার বন্ধুর জন্য গান করতে পেরে আমি ভীষণ খুশি।’

গানটি ডেইলি স্টারের ‘জীবনের জয়গান’ শীর্ষক ছয়টি লোকগানের প্রজেক্টের। এবারের প্রজেক্টে সৈয়দ আব্দুল হাদী ছাড়াও গাইছেন ইন্দ্রমোহন রাজবংশী, দিলরুবা খান প্রমুখ।

এমএবি/এলএ/পিআর

Advertisement