বিনোদন

‘সাপলুডু’ দেখে বাংলাদেশি সিনেমার প্রশংসা করলেন গণপূর্তমন্ত্রী

‘বাংলা সিনেমার প্রতি আগ্রহ শুধু আমার নয়, আমার পূর্বপুরুষদেরও ছিল। বাংলাদেশে অনেক কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেসব সুপারহিট ছবি ভারতেও রিমেক হয়েছে। এদেশে মাঝে কিছুটা সময় চলচ্চিত্রের জন্য খারাপ সময় গেছে। তবে ‘সাপলুডু’র মতো সিনেমার মাধ্যমে দর্শক আবারও হলমুখী হচ্ছে। এটা আনন্দের ব্যাপার।’

Advertisement

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘সাপলুডু’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

তিনি বলেন, ‘অনেকেই মনে করেন আকাশ সংস্কৃতির যুগে দর্শক সিনেমা হলে যাবে না, সেটি একদম ভুল ধারণা। হলিউড বলিউডের সিনেমা ঠিকই দর্শক হলে গিয়ে দেখে। আমাদের বর্তমান সময়ের অনেক সিনেমাও হলে গিয়ে দেখছে দর্শক। বাংলাদেশের মানুষের জন্য সিনেমা হলে চলচ্চিত্র দেখা এখনও বিনোদনের অন্যতম উপাদান। ভালো সিনেমা তৈরি করতে হবে। তাহলেই দর্শক হলে ফিরবে নিয়মিত।’

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘সাপলুডু’র প্রিমিয়ারে ছবির অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান প্রমুখ।

Advertisement

এদিন ছবিটি দেখতে ও শুভেচ্ছা জানাতে এসেছিলেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ, বিপাশা হায়াত, অভিনেতা জিয়াউল হাসান কিসলু, ফজলুর রহমান বাবু, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা আনন্দ খালেদ, অভিনেত্রী বাঁধন, শবনম ফারিয়া, সঙ্গীতশিল্পী নদী, উপস্থাপিকা ও অভিনেত্রী নাবিলা, অভিনেত্রী শার্লিন ফারজানা, সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, শিশুশিল্পী রাইসা, পরিচালক রায়হান রাফিসহ অনেকে।

উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক গোলাম সোহরাব দোদুল। আরও ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ছবিটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সারাদেশের ৪২টি হলে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এলএ/এমএসএইচ

Advertisement