আন্তর্জাতিক

ধরা পড়লো দুমুখো মাছ

নিউইয়র্কের লেকে ধরা পড়েছে দুমুখো একটি মাছ। ভাইরাল হওয়া অদ্ভুত চেহারার মাছের ছবিটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

Advertisement

এনডিটিভির খবরে বলা হয়েছে, ডেবি গেডেস নামের এক নারী তার স্বামীর সঙ্গে নিউইয়র্কের চ্যাম্পলেন লেকে মাছটি ধরেন।

তিনি বলেন, ‘আমরা যখন নৌকায় তুললাম, তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। মাছের দুটি মুখ! খুব আশ্চর্যজনক প্রাণী!’ অদ্ভুত দর্শন মাছের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।'

ডেবি গেডেস এনবিসি টিভিকে বলেন, ‘মাছটি দেখে প্রথমে অবাক হয়েছি। বিশ্বাসই করতে পারছিলাম না এটি মাছ!’ ডেবি জানিয়েছেন, তিনি এবং তার স্বামী কয়েকটি ছবি তুলে তারপর লেকে ফের মাছটি ছেড়ে দেন।

Advertisement

মাছের একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। ছবিটি বিশ্বজুড়েই ব্যাপকভাবে শেয়ার হয়েছে। সামাজিক মাধ্যমে দেয়ার পর থেকে দুমুখো মাছের ছবিটি সবাই শেয়ার করেছে।

এমআরএম/এমকেএইচ