স্বাস্থ্য

সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ১০০ শয্যায় পুরুষ এবং ১০০ শয্যায় নারী রোগী ভর্তি করা হবে। রোববার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন করেন।

Advertisement

উদ্বোধনকালে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা এখন অপেক্ষাকৃত কম বৃদ্ধি পেলেও তা প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে। এ কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আজ (সোমবার) সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যা ডেঙ্গু ওয়ার্ড‌ের উদ্বোধন করা হলো।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২এর এক্সটেনশন হিসেবে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রোগী ভর্তি করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

উদ্বোধনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Advertisement

এমইউ/আরএস/জেআইএম