দেশজুড়ে

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

বিপুল উৎসাহ-উদ্দীপনায় চাঁদপুরের ৫ উপজেলার ৪০টি গ্রামে রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল থেকে দীর্ঘ ৮৯ বছর ধরে আগাম ঈদ পালন করে আসছেন এসব গ্রামের মানুষ। যার ধারাবাহিকতায় এবারও দেশের সময়সূচির একদিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন তারা।

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান ঈদ উদযাপন করছেন। সকাল থেকেই ঈদের নামাজ পড়ার জন্য দল বেধে মুসল্লিরা ঈদগায়ে ছুটে যান।

হাজীগঞ্জের সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণ, মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় ও ১০টায় শুরু হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়া হয়।

ঈদকে ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে। শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব মেলা প্রাঙ্গণ।

Advertisement

ইকরাম চৌধুরী/এমবিআর/পিআর