জাতীয়

ডেঙ্গু চিকিৎসায় অল আউট প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যখাত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। আবার প্রতিদিনই প্রায় সমপরিমাণ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলেও যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ডেঙ্গু রোগী কোনোদিন বেশি বাড়ে আবার কোনোদিন খুবই কম বাড়ে। হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই অল্প অল্প বাড়ছে। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

Advertisement

তিনি বলেন, রোগীর সংখ্যা মাথায় রেখেই আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতালসহ চারটি হাসপাতালে অতিরিক্ত অন্তত দুই হাজার বেড প্রস্তুত রেখেছি। পাশাপাশি স্বাস্থ্যখাতের কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল, একাধিক মনিটরিং সেল গঠন, নতুন আইসিইউ বেড বাড়ানোসহ স্বাস্থ্যখাত থেকে ডেঙ্গু মোকাবিলায় অল আউট প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে ডেঙ্গু সংক্রান্ত দুর্যোগ আর বেশি বৃদ্ধি না ঘটতে পারে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল মেডিকেল হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

Advertisement

জনসচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর বাসাবাড়িতে জমে থাকা স্বচ্ছ পানি তিন দিনের মধ্যে পরিষ্কার না করলে এডিশ মশার সৃষ্টি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এক্ষেত্রে নিজ নিজ বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখতে ব্যক্তি সচেতনতা এখন খুবই জরুরি বিষয়।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটিতে থাকা ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের আতঙ্কিত না হতে অনুরোধ করেন।

এমইউ/বিএ/এমএস

Advertisement