ইতালিতে কুকুরের প্রাণ রক্ষা করে প্রশংসায় সিক্ত হলেন দেশটির পুলিশ। এজন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। কয়েকজন পুলিশ গাড়ির গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করছে। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হলে দেশটিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
Advertisement
আরও পড়ুন > ভারত-পাকিস্তানের হিন্দু-মুসলিম তরুণীর প্রেম, প্রশংসা নেট দুনিয়ায়
জানা গেছে, গাড়ির মালিক গাড়ি পার্কিং করে কুকুরটিকে ভেতরে রেখে কোথায় যেন গেছেন। এর মধ্যে ৪০ ডিগ্রি তাপমাত্রায় থাকা কুকুরটি প্রচণ্ড তাপে ছটফট করছিল। এ দৃশ্য কর্তব্যরত পুলিশের নজরে এলে গাড়ির মালিককে খুঁজে না পেয়ে তাৎক্ষণিক গাড়ির এক পাশের গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করেন।
আরও পড়ুন > সৌদির ভেতরে ঢুকে ১৫ সামরিক ঘাঁটি দখল করেছে হুথি
Advertisement
স্থানীয় প্রশাসন জানায়, এ ঘটনায় আইন লঙ্ঘন করা হয়েছে। গাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ধরনের সহিংস ঘটনা যেন না ঘটে সে কারণে জনস্বার্থে মেইল করতে বলা হয়েছে।
এমআরএম/জেআইএম