ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
Advertisement
রাজধানীর নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে বুধবার ‘বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ শীর্ষক সভায় এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র স্থাপন করছে; যার মাধ্যমে স্থায়ীভাবে এ সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, নর্থ সাউথ ইউনির্ভাসিটি সব সময়ই দেশের সব সামাজিক ও জাতীয় সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নর্থ সাউথ ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের ২৩টি ক্লাবের সদস্যরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে।’
Advertisement
স্বাস্থ্য ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান বলেন, ‘ডেঙ্গু সমস্যা সমাধানে মশার আবাসস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবার সচেতনতা বিশেষ ভূমিকা রাখতে পারে।’
এ সমস্যা সমাধানে সবার মাঝে সচেতনতা সৃষ্টির জন্য তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. কবিরুল বাশার। আরও বক্তব্য দেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এমএইচএম/এনডিএস/এমকেএইচ
Advertisement