দেশজুড়ে

বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণে সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ায় গত কয়েক দিন ধরে বান্দরবান-রুমা সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শামসুল আলম। ফের কবে নাগাদ সড়ক যোগাযোগ চালু হতে পারে তা জানাতে পারেননি তিনি।

ইউএনও আরও জানান, ওই সড়কের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়েছে, আবার কোথাও কোথাও মাটি ধসে পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে।

রুমা উপজেলার দলিয়ান পাড়া এলাকার রাস্তার ২০-২৫ গজ একেবারেই ধসে পড়েছে, ওই রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল যাওয়ার সুযোগ নেই। এছাড়াও ১২ মাইল এলাকায় রাস্তার ওপর পাহাড়ের মাটি ধসে পড়ায় যানচলাচল অনুপযোগী হয়ে গেছে।

Advertisement

ইউএনও জানান, বান্দরবান রুমা সড়কে ৪০-৫০টি বেইলি সেতু রয়েছে। কয়েকটি বেইলি সেতুর গোড়া থেকে একেবারেই মাটি সরে গেছে।

এছাড়াও উপজেলার বলিপাড়া ব্রিজের প্রবেশ মুখ থেকে অনেক মাটি সরে গেছে। এ কারণে মোটর সাইকেল চলতে পারলেও বড় গাড়ি চলতে পারবে না।

তিনি আরও জানান, বিকল্প হিসেবে মানুষ নৌপথে যাতায়াত করছে। রুমা থেকে বান্দরবান সদরে যেতে জনপ্রতি ভাড়া গুণতে হচ্ছে ৩০০ টাকা। অথচ সড়ক পথে লাগতো ১১০ টাকা। এছাড়াও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। আবহাওয়া ভালো থাকলে সড়কগুলো ঠিক করবেন কর্তৃপক্ষ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার প্রধান প্রধান সড়কের ১০ থেকে ১১টি অংশ প্রবল বর্ষণে ধসে গেছে। এসব সড়ক সংস্কারে প্রায় ২৫ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

Advertisement

সওজের নির্বাহী প্রকৌশলী সজীব আহম্মদ জানান, বান্দরবান-রুমা ছাড়া সব সড়কে যানবাহন চলাচল করছে। কিন্তু এসব সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। অন্যথায় বৃষ্টি হলে আবারও যানবাহন চলাচল বন্ধ হতে পারে।

সৈকত দাশ/এমএমজেড/জেআইএম